অধিকারের প্রশ্ন – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান

লেখক: নিউজ ডেক্স
প্রকাশ: ২ মাস আগে

আমার ভাইয়ের বুকে রক্ত কেন?
আমার বোনের গায়ে হাত কেন?
অধিকার চাওয়া কি মোর অপরাধ? মোর ভুল?
এসব প্রশ্নের উত্তর দেবে কে???

স্বপ্নগুলো আজো কি নির্বাক?
স্বাধীনতার চাওয়া কি শুধু দুঃখের বাক?
মানবতার নাম কি শুধু বেদনার গান?
জিজ্ঞাসু চোখে আজো মোর প্রশ্নের দান।

স্বাধীনতা মানে কি শুধু শূন্যতা?
স্বাধীনতার নামে কেন এত যন্ত্রণা?
মোর ভাইয়ের রক্তে কেন প্রতীক্ষার দাগ?
মোর বোনের কান্নায় কেন নির্মমতার রাগ?

অধিকার চাওয়া কি মোর অধিকার নয়?
মোর ভুল কি স্বাধীনতার পথ নয়?
এসব প্রশ্নের উত্তর দেবে কে???
মানবতার মঞ্চে দাঁড়িয়ে আমরা কি শুধু নীরবে থাকব?

অধিকারের প্রশ্ন – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
ছবি : পার্থ দিবস চৌধুরী

  • কবিতা
  • মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
  • IT Amadersomaj