ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

লেখক: Amadersomaj
প্রকাশ: ৮ মাস আগে


যশোর অফিস: ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসা যশোর উপশহর বি-ব্লক (গোশ মার্কেট) এর উদ্যেগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর রোজ বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসা বি-ব্লক (গোশ মার্কেট) উপশহর যশোরের উদ্যোগে এক বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ- হাফেজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দা.বা, মুহতামিম জামিয়া রাশিদিয়া গোয়ালখালি মাদ্রাসা, খুলনা ও বিশিষ্ট খলিফা পীর সাহেব চরমোনাই।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা মুফতী রিয়াজুল জান্নাহ (ঢাকা)।

উক্ত মাদ্রাসা কমিটির আয়োজনে হাফেজ মাওলানা রাশেদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে অত্র মাদ্রাসার হেফজ বিভাগের সমাপনী ছাত্র হিসেবে (সম্মানী পাগড়ী) প্রদান করা হয় ৬ জন হাফেজকে।

সম্মানী পাগড়ী প্রাপ্ত ছয় ৬ হাফেজ হচ্ছেন- ১। হাফেজ আনাচ আশরাফ, পিতা: মুফতী জালাল উদ্দিন সাহেব, ইমাম ও খতিব বি- ব্লক জামে মসজিদ, উপশহর, যশোর, ২। হাফেজ সামিউল ইসলাম, ৩। হাফেজ সাইফ আহমাদ, উভয় পিতা: মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ), পাগলাদাহ সদর, যশোর, ৪। হাফেজ ইমরান হুসাইন, পিতা মোঃ মিজানুর রহমান, বিরামপুর, সদর, যশোর, ৫। হাফেজ বশির আহমাদ, পিতা: লাভলু মোল্লা, গুলশান, ঢাকা, ৬। হাফেজ সাকিব হুসাইন, পিতা: মো: শাহাবুদ্দিন গাজী, কাঠালতলা, মনিরামপুর, যশোর।

উক্ত মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব হেফজ বিভাগের সমাপনী ছাত্রদের মাঝে (সম্মানী পাগড়ী) বিতরণ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

IT Amadersomaj