কিশোরীর অদেখা প্রেম – মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

লেখক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
প্রকাশ: ৯ মাস আগে

কিশোরীর অদেখা প্রেমে আমাকে মুগ্ধ করেছিল সেদিন। যেদিন আমি মিছিলের সারিতে ছিলাম। বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ছিলাম। সেইদিন কি হয়েছিল আমার? আমি জানিনা ! বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ঢাকা-১১ আসনের নির্বাচনীয় প্রচারণা শুরু করেছি। সরকারের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে এবার জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তাই লাঙ্গল প্রতীকের নির্বাচনীয় প্রচারণা দেখে, ভোটাররা অধীর আগ্রহে বাসা-বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। নিজের মূল্যবান ভোট লাঙ্গলে দিয়ে পরিবর্তন করার আয়োজন সকলের।মিছিলের পাশাপাশি লিফলেট বিতরণ করার সময় বেশ কিছু লাঙ্গলপ্রেমী মানুষ তাদের অভিব্যক্তি জানিয়েছেন। কেউ সঞ্চিত ভালোবাসার কথা বলেছেন, কেউ বলেছেন বঞ্চিত ভালোবাসার কথা।

কিছুটা সামনে যেতেই এক কিশোরী অধীর আগ্রহে আমার হাতের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ আমার স্লোগান থেমে গেল। স্লোগান থামার সাথে সাথে কিশোরী তার হাত বাড়িয়ে দিল আমার হাতের দিকে। আমি বুঝতে পারলাম সে লিফলেট চাচ্ছে। আমিও সাথে সাথে শামীম আহমেদ রিজভী ভাইয়ের লাঙ্গল প্রতীকের একটি লিফলেট কিশোরীর হাতে তুলে দিলাম। পাশে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা, গৌরবের সাথে বলিতেছিল যে, সাবেক সফল প্রেসিডেন্ট, হুসেইন মুহম্মদ এরশাদের মতো উন্নয়ন এর পরবর্তী কোন সরকারেই করতে পারেনি। সাবেক রাষ্ট্রপতি, এরশাদের উন্নয়নের গল্প আমি আমার মেয়েকে সবসময় বলি। এরশাদ সাহেব ইসলামের জন্য এই দেশে অনেক কিছু করেছে ।

আমাদের মিছিল সামনের দিকে দ্রুত এগিয়ে যাওয়ায়, তাদের সাথে আমার আর কথা বলা হয়নি। তবে পল্লীবন্ধুর শাসনামল হয়তো কিশোরী দেখেনি, কিন্তু তার মনে যে অদেখা প্রেম জন্ম নিয়েছে, তা ভবিষ্যতে দেশের ও দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। মৌলিক অধিকার সেখানে কিশোরীর সন্ধ্যার ছায়া ব্যথা হয়ে জমে আছে। কিশোরীর মনের সব কথা মুখের আগল ভেঙে বেরিয়ে আসতে পারছে না। হাত বাড়ালেই ছোঁয়া যায় আমার হাতে থাকা লিফলেট। কী ভেবে তার হাতের তালুতে লিফলেটটি পানির মতো ঢেলে দিলাম তার হাতের ওপর। মুহূর্তেই আরক্ত হয়ে দৃষ্টি নামিয়ে নিল সে। হাতটা কিন্তু সরিয়ে নিল না, বরং দুহাত জড়ো করে আঁজলা পেতে দিল। সে তার প্রসাধনহীন পেলব লাবণ্যময় মুখ মুছে নিল তার ওড়নার আঁচল দিয়ে। সন্ধ্যার আবছা অন্ধকারেও ঝলমল করছিল তার মুখ। সেই অপরূপ চোখ দুটিতে বিষণ্ন ছায়াটা আর নেই, তার বদলে আনন্দের দুটি সন্ধ্যা তারা। আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। ফেরার পথে দেখেছিলাম উল্লাসিত দুটি চোখ। মুখে শুধু একবার বলেছিল লাঙ্গলের জয় হোক।

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
লেখক ও কলামিস্ট।

  • কিশোরীর অদেখা প্রেম
  • কিশোরীর অদেখা প্রেম মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
  • মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
  • লাঙ্গলের জয় হোক
  • IT Amadersomaj