বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শামীমুর রহমান জন্মদিন আজ

লেখক: আমাদের সমাজ প্রতিনিধি
প্রকাশ: ১১ মাস আগে

 

বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শামীমুর রহমান জন্মদিন আজ। তিনি ৮ ই অক্টোবর, ১৯৬৭ সালে কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলার হোসেনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সকল কর্মকর্তা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে কলেজে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সেই সাথে, আমাদের সমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শেখ শাহিনুর রহমান তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “মোঃ শামীমুর রহমান একজন সদয় এবং সহানুভূতিশীল ব্যক্তি। তার প্রশাসনিক দক্ষতা ও শিক্ষাজগৎ অবদান প্রশংসা প্রাপ্য। তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই।”

সমাজে এই প্রয়োজনীয় সময়ে মোঃ শামীমুর রহমানের মতো যারা শিক্ষার প্রতি নিজেদের প্রতিজ্ঞা এবং সমর্থন দেওয়ার জন্য প্রয়াস করছেন, তাদের প্রতি সমাজের সম্মান এবং সদয়তা বেড়ে যাওয়া গুরুত্বপূর্ণ।

  • মো: শামীমুর রহমান
  • মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
  • IT Amadersomaj