আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভালুকা-১১ আসনের ১০নং হবিরবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ মোমিন হোসেন মুরাদের আয়োজনে ভালুকা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু’র নির্বাচনী উঠান বৈঠক জামিরদিয়া ৪ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ শে ডিসেম্বর-২০২৩) বাদ আসর হবিরবাড়ি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের জামিরদিয়া চৌওড়াপাড়া এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, আবুল কালাম আজাদ।
তিনি তার বক্তব্য বলেন- নির্বাচনের পর আপনাদের সহযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ইফটিজিং বন্ধ করতে চাই। আমরা আল্লাহকে খুশী করতে এ-ই কাজটি করতে চাই। আপনাদের সহযগিতা ছাড়া সম্ভব নয়। তাই আমি প্রতিটা ওয়ার্ডে এক হাজার সদস্য সংগ্রহ করে কমিটি গঠন করবো ইনশা আল্লাহ্। ভালুকা থানা এলাকায় অনেক রাস্তা-ঘাট, স্কুল, কলেজ এবং মাদ্রাসার উন্নয়ন করেছি। বাকী কাজগুলো চলমান আছে।
মোঃ আঃ রশিদের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগ হবিরবাড়ী ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক, মোমিন হোসেন মুরাদের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়নের যুবলীগের সভাপতি, রেজাউল করিম রিপন, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, আব্দুর রাশিদ,হবিরবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, নাজমুল হাসান,হবিরবাড়ী ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, মোঃ গোলজার আহমেদ সুমন,জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, নাজমুল আহমেদ, যুবলীগ নেতা, ফেরদৌস মন্ডল প্রমুখ সহ উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিল লক্ষনীয়।