মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল

লেখক: Amadersomaj
প্রকাশ: ৪ মাস আগে


তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল,
তোমার জন্য ভোরের সোনালী আলোর জ্বলজ্বল।
তোমার জন্য ফাগুনী রঙে ঝরা পলাশ,
তোমার জন্য শীতের রাতের হালকা ঠান্ডা বাতাস।

তোমার জন্য গান গায় কোকিল,
তোমার জন্য নাচে নদীর জল।
তোমার জন্য ফোটে রঙিন ফুল,
তোমার জন্য হাসে মন ভর।

তোমার জন্য রহস্যময় আকাশ,
তোমার জন্য দিগন্ত বিস্তৃত।
তোমার জন্য স্বপ্নের জগৎ,
তোমার জন্য আশা অফুরন্ত।

তোমার জন্য আমার ভালোবাসা,
তোমার জন্য আমার সব দান।
তোমার জন্য আমার জীবন,
তোমার জন্য আমার সকল স্বপ্ন।

তুমি আমার সব, তুমি আমার প্রাণ,
তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।
তোমাকে ভালোবাসি আমি জীবন ভর,
তুমিই আমার একমাত্র স্বর্গ।

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj