সরকারবিরোধী সমাবেশে পিটার হাস সহায়তা করেছেন, অভিযোগ রাশিয়ার

লেখক: Amadersomaj
প্রকাশ: ৮ মাস আগে


ডেস্ক নিউজ : চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া সরকারবিরোধী সমাবেশে বিরোধী দলকে সহায়তা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বুধবার (২২ নভেম্বর) মস্কোতে এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন মারিয়া। বলেন, অক্টোবরের শেষের দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশ নিয়ে বিরোধীদলের একজন সদস্যের সাথে আলোচনা করেন। এই ধরনের কাজ অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয়।

বাংলাদেশে রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্সেও (সাবেক টুইটার) মারিয়া জাখারোভার এই বক্তব্য প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষও হয় আন্দোলনকারীদের। এরপর থেকেই সরকার পদত্যাগের এক দফা দাবিতে ধাপে ধাপে হরতাল ও অবরোধ পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

সুত্র: যমুনা টিভি

IT Amadersomaj