নিজস্ব প্রতিবেদক॥ চট্টগ্রামের চকবাজার থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
আজ ২৩ আগস্ট (বুধবার) সকাল ১১ টায় তিনি চকবাজার থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ডিউটি অফিসারের কক্ষে অনলাইন জিডি কার্যক্রম পরিদর্শন করেন। সাথে সাথে তিনি কীভাবে সেটিকে সহজতর ও সেবামুখী করা যায় সেব্যপারে নির্দেশনা প্রদান করেন।
এছাড়া সিএমপি কমিশনার চকবাজার থানার হাজত খানা, অস্ত্রাগার ও সেরাস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এ সময় সিএমপি কমিশনার নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।