আমার দেশে আমিই রাজাকার—
আমি চেয়েছি যে অধিকার।
দেখছি চোরেরা ভাগ করে নিয়েছে
আঠারো কোটি মানুষের অধিকার।
চোর ধরতে এসে শুনি
কে চোর? কে চোর?
আমিই নাকি রাজাকার।
স্বাধীনতার ৫০ পেরিয়ে ও
যখন আমি পাইনি আমার স্বাধীনতা;
তখন আমার দেশের প্রধানমন্ত্রী বলে
আমার দেশে আমিই রাজাকার।
গর্জে উঠো বাঙালি, গর্জে উঠো আর একবার
বাংলাদেশ আবারও নেমে আসুক,
বায়ান্ন, চৌষট্টি, উনসত্তর।
মাধদলের তালে তালে ভেঙে ফেলো
রাষ্ট্র আর রাষ্ট্র যন্ত্র।
যা জনগণের কোনো কাজে আসে না।
ভেঙে ফেলো ও-ই কলম
যা অধিকার হীন জনগণের কোনো কাজে আসে না।
বদলাতে পারে না শোষিত নাগরিকের ভাগ্য।
যে রাষ্ট্র আর রাষ্ট্র যন্ত্র আমার অধিকার ফিরিয়ে দেয় না
তা ধ্বংস হোক, ধ্বংস হোক।
মেধাবীরা মুক্তি পাক গড়ুক শোষণ বিহীন সমাজ।
আমার দেশে আমিই রাজাকার—
আমি চেয়েছি যে অধিকার।
অধিকার চেয়ে হলাম রাজাকার – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য