অনুমোদন নেই ডায়াগনস্টিক সেন্টারের, ২ লাখ টাকা জরিমানা করে সিলগালা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সময় সংবাদ রিপোর্টঃ বগুড়ায় অনুমোদনহীন হেনা সিটি স্ক্যান নামে এক ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করে।

সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শজিমেক হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামে এক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় নথি ঘেটে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, ল্যাব সহকারী ও টেকনিশিয়ানও ছিলেন না। এজন্য হেনা সিটি স্ক্যানের ব্যবস্থাপক রোজব আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা দিয়ে বন্ধ করা করা হয়।

অভিযান পরিচালনায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ্র চেম্বার অব কমার্সের প্রতিনিধি সহযোগিতা করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



IT Amadersomaj