ইমাম হাছাইন পিন্টু॥ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নত করেছেন। ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতায় সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ কারণেই নৌকার জনসভায় মানুষের ভীড় জমেছে। তিনি আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান। সেই সাথে দলীয় নেতা কর্মীদেরকে কোন্দল থেকে বের হয়ে যিনিই মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করতে হবে বলে তিনি হুসিয়ারী দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন বাংলাদেশ আাওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।
শোক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রামের সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, মোঃ শহিদুল ইসলাম বকুল সংসদ সদস্য (লালপুর-বাগাতিপাড়া) মোঃ শরিফুল ইসলাম রমজান সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ, রত্না আহমেদ সংরক্ষিত মহিলা এমপি (নাটোর-নওগা) যুব মহিলা লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় শোক সভায় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাস্টার, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম সরকার গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের নেতা আরিফুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আলমগীর শেখ, মোহাম্মদ রেজাউল করিম সবুজ ফকির প্রমুখ। এছাড়া নাটোর জেলা আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
শোক সমাবেশে দুপুর থেকেই নাটোরের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পৌরসভা থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শোক সমাবেশ স্থলে জমায়েত হতে থাকেন। মোটরসাইকেল, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বহর নিয়েও নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়।