আনলিমিটেড জিমেইল খুলুন একটা মোবাইল দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটে। 100% Working ❤️

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে একটা ফোন দিয়ে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলবেন।

আনলিমিটেড জিমেইল খুলে অনেকে সেল করে অনেকে ফেসবুক আইডি খুলে সেল করে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কি করবেন।

জিমেইল বিভিন্ন নাম দিয়ে খুলবেন। সেম নাম দিয়ে খুলবেন না।

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –

* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *

আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।

আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।

আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S


SafeUM ডাউনলোড লিঙ্কঃ(playstore)


HTML tutorial

N——————————————————————————-S

**কিভাবে আনলিমিটেড জিমেইল বানাবেন। **

প্রথমে উপরে ডাউনলোড লিংক থেকে অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করুন।

তারপর আপসটি ওপেন করে নিচের SIGN UP ক্লিক করুন।

তারপর আপনার ইচ্ছা মতন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন।

BEGIN TO USE ক্লিক করুন।

তারপরে যত পারমিশন চাবে সব অ্যালাও দিয়ে সিটিং অপশনে ক্লিক করুন।

দেখবেন আপনাকে একটা নাম্বার দিবে।

নাম্বারটি চেপে ধরে ওপর থেকে কপি করবেন।

তারপর জিমেইল অ্যাপস ব্রাউজার বা প্লে স্টোর থেকে create জিমেইলে ক্লিক করুন।

তারপর জিমেইল খোলা তো আর দেখাচ্ছি না আপনারা নাম জন্ম তারিখ সব দিয়ে এখানে ইউজার নেম সেট করে নিচের নেক্সট বাটনে ক্লিক দিবেন।

তারপর পাসওয়ার্ড সেট করে নিচের নেক্সট বাটনে ক্লিক দিবেন।

দেখবেন আপনার মোবাইল নাম্বার চাইবে এতো বাংলাদেশ নাম্বার তো পাওয়া সম্ভব।

এবার নাম্বারে ঘরে প্লাস চিহ্ন দিয়ে যে নাম্বারটি কপি করছিলেন ওটা পেস্ট করুন।

তারপরে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।

দেখবেন এই নাম্বার দিয়ে ভেরিফিকেশন হবে না। তাহলে কিভাবে খুলতে হবে এটা এবার দেখাবো।

safeum অ্যাপটি ডাটা ক্লিয়ার মারুন বা আনইন্সটল করে আবার নতুন ভাবে ইন্সটল দেন।

তারপরে আপনি একটা vpn ওপেন করবেন ভালো মানের ভিপিএন আমি symlex ভিপিএন ওপেন করে দেখাচ্ছি।

তারপরে আমেরিকান আইপি কানেক্ট দিবেন আমি যে কোন একটা দেশ ক্লিক দিলাম।

তারপর আপনার ভিপিএন টা কানেক্ট হয়ে গেলে আবার আপসটি মিনিমাইজ থেকে তুলুন।

নিচের সাইন আপ বাটনে ক্লিক করুন।

তারপর নতুন একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন। অবশ্যই ইউজারনেম এবং পাসওয়ার্ডটি আপনার নোটপ্যাড সেভ করে রাখবেন পরবর্তীতে কোডের প্রয়োজন হলে আপনি লগইন করে কোড নিতে পারবেন।

BEGIN TO USE বাটনে ক্লিক করুন।

অ্যাপটি ওপেন হয়ে গেলে সেটিং বাটনে ক্লিক করে দেখুন আপনার অন্য একটা দেশের নাম্বার দিয়েছে।

নাম্বারটি চেপে ধরে উপর থেকে কপি করুন।

তারপরে প্লাস চিহ্ন দিয়ে নাম্বারটি পেস্ট করুন।

তারপর নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।

দেখবেন ভেরিফিকেশন কোড যাচ্ছে।

safeum অ্যাপসটি ওপেন করে মেসেজ অপশনে গিয়ে দেখবেন জিমেইল থেকে একটি কোড পাঠিয়েছে।

কোডটি পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।

নেক্সট বাটনে ক্লিক করুন।

I agree নেক্সট বাটনে ক্লিক করুন।

দেখুন সুন্দরভাবে জিমেইলটা create হয়ে গেছে।

Symlex ভিপিএন ফ্রিতে লাগলে কমেন্টে জানাবেন কালকে পোস্ট দিব।

সকল প্রকার প্রিমিয়াম এপস, বিভিন্ন মেথড এবং ফ্রিল্যান্সিং ক্লাস ভিডিও ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন মন চাইলে।

যোগাযোগঃ

Telegram– https://t.me/ss_premium_vip



IT Amadersomaj