আমতলীতে জেল হত্যা দিবস পালন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


আমতলী (বরগুনা) সংবাদদাতা: আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতা প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মিলাদ।

শুক্রবার সকালে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় কার্যালয়ে চারনেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। পরে দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

আমতলী পৌর আওয়ামীলীগ সাবেক সভাপতি অ্যাড. একেএম বাহাদুর শাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা, সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানজিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিন খাঁন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।

IT Amadersomaj