আমি অনাগত ইতিহাস বলছি

লেখক: নিউজ ডেক্স
প্রকাশ: ২ মাস আগে

আমি শাসিত ভূমির নব চারা বলছি_

আমি ভূমি হতে বেড়ে উঠা,

এক উপজীব্য বিচিত্র অঙ্কন বলছি_

আবার বিপ্লব ডেকে আনো!

ফিরিয়ে আনো বায়ান্নর যৌবন!

কল্লোলিত স্রোত কখনো মানে না বাঁধন।

 

আমি গ্রন্থ কাঁধে এক ভবিষ্যত বলছি_

আবার স্বাধীন স্লোগানে রাজপথ করুক গুনগুন!

দাবিয়ে রাখা যত কথা স্লোগানে হোক ঠুনঠুন!

আমি কলম হস্তে মিছিলের কথা বলছি_

তারুণ্য অটুট বলে বৈষম্য টুটতে জানে!

ইতিহাস শুধু অতীতে গড়েনি,

আগামীতেও গড়তে জানে।

 

আমি আমাদের অনাগত ইতিহাসের কথা বলছি_

যে ইতিহাস— পরিবারতন্ত্রে হাসির ইতিহাস!

যে ইতিহাস— সমতা আদায়ের ইতিহাস!

যে ইতিহাস— স্বাধীনকে স্বাধীন করার ইতিহাস!

 

 

কবিতা: “আমি অনাগত ইতিহাস বলছি”

কবি: মোঃ ফারমান হোসেন

 

[ ১৫ জুলাই ২০২৪ || সকাল ১১ টা ৫৬ ]

  • আমি অনাগত ইতিহাস বলছি
  • কবিতা
  • IT Amadersomaj