বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

ঈদগাঁও বাজারে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে গ্রোথ সেন্টার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২ টাইম ভিউ

[ad_1]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)॥ বর্তমান সরকার কর্তৃক দেশব্যাপী গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ঈদগাঁও মাছ বাজারে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে চার তলা ফাউন্ডেশনের দুইতলা বিশিষ্ট মাছ বাজারে গ্রোথ সেন্টার মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

২৬শে জুলাই (বুধবার) রাতে বাজার এলাকায় কাজ উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার (৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। পরে মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর পরিচালনায় বক্তব্যে রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সদর ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজ,সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমুসহ আরো অনেকে। এই অনুষ্ঠানে রাজনৈতিক,ব্যবসায়ী প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারন ব্যবসায়ীরা অংশ নেন।

উল্লেখ্য যে, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দীর্ঘ তিন বছরের প্রচেষ্টা ও ব্যবসায়ী দের দুর্দশা লাঘবে বহুল প্রতীক্ষিত এই মার্কেট ভবন স্থাপন করা হয়েছে। এটির ফলে ব্যবসায়ী মহলের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |