এইবার ট্রু কলার এর সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এও!!

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আসসালমুআলাইকুম প্রিয় TRICKBD এর সকল সদস্যগণ। সবাইকে সালাম জানিয়ে আমি অভি শুরু করছি আজকের পোস্ট, ভুল ত্রুটি ক্ষমা এর দৃষ্টি তে দেখবেন সবাই।

ট্রু কলার এর সাথে আমরা সচারোচর প্রায় সকলেই পরিচিত। এটি মূলত মোবাইল ফোন নাম্বার দিয়ে গ্রাহকের সামান্য তথ্য বের করতে সক্ষম একটি মোবাইল অ্যাপ।

অনেকে স্প্যাম কল দিয়ে বিরক্ত করে তাদের পরিচয় শনাক্তে বেশ ভালোই কাজে দেই ট্রুকলার।
ট্রুকলার এর কিছু সীমাবদ্ধতা ছিল শুধু মাত্র মোবাইল ফোন নাম্বার যেগুলো অপারেটর কতৃক সংরক্ষিত সেগুলোর তথ্য বের করতে পারতো,, কিন্তু এইবার থেকে ট্রু কলার থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এর মত জায়ান্ট দের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার গুলোর ও সরাসরি তথ্য বের করতে পারবে।

শোনা যাচ্ছে গ্রাহকদের অনেক সময় আননোন নাম্বার গুলো থেকে কল দিয়ে অনেকে বিরক্ত করেন,, যেটা নিয়ে অনেকেই অভিযোগ করেন। সেই অভিযোগ এর পরিপ্রক্ষিতেই এই সিস্টেম টি চালু করছে ট্রু কলার।

শোনা যাচ্ছে এই মাস থেকেই চালু হবে এমন ফিচার,, ব্যাবহার করতে হলে ফোনে হোয়াটসঅ্যাপ ,টেলিগ্রাম অ্যাপ গুলোর সাথে ট্রু কলার অ্যাপ টি কেউ রাখতে হবে, নয়তো তথ্য পাবেন না।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য TRICKBD এর সাথেই থাকুন



IT Amadersomaj