একাকীত্ব

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

আপনি নিজেকে লক্ষ মানুষের ভীড়ে থেকেও যখন একা অনুভব করবেন , ভেবে নিবেন নিজের জন্য এ পৃথিবীতে কারো কাছে জায়গা খুঁজে পাননি ।

এই একাকীত্বের দায়ভার আপনার , কারন আপনি জেনে গেছেন অন্তিম সময় গুলোর কিংবা প্রচন্ড বিপদের সময় গুলোতে আপনাকে একাই পাড়ি দিতে হয়েছে আপনার পথ । প্রেম , বন্ধুত্ব , মায়া , আত্নীয়তা , পারিবারিক সম্পর্ক সব কিছুই আপনার জীবনে ছিলো কিন্তু আপনাকে আগলে রাখার মত কেউ ছিলো না । আপনি হয়তবা আশা করেন নি । কিন্তু খারাপ সময় গুলোতে চেয়েছিলেন কারো ভরসার হাত, তাও দিতে ব্যর্থ হয়েছে তারা । তাই হয়তবা ক্রমাগত বিমুখ হতে হতে জেনেই গেছেন সম্পর্ক বলতে মানুষ নিজের স্বার্থ খুঁজে ।এই জেনে যাওয়াটা আপনার জন্য বিশ্বাস করেন বিপদ জনক কারন , আপনি আর কখনো সামাজিক হতে পারবেন না । আপনি জেনে গেছেন পৃথিবীতে ধ্রুব সত্য একাকীত্ব ।

এই যে একাকীত্ব আপনাকে জ্ঞানী করবে , আপনাকে মিথ্যা আশ্বাসে ভাসাবে না , আপনাকে বলবে না আমি আছি পাশে …।

~মাসুমা ইসলাম নদী

IT Amadersomaj