এবার ইডি হানা দিল সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি এবং অফিসে

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


কলকাতা থেকে মনোয়ার ইমাম : আজ সাত সকালে পশ্চিম বাংলা র মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থেকে জিতে আসা ভারতের জাতীয় কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে এবং অফিসে একযোগে ইডি হানা দেয়। এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু দরকারী নথি উদ্ধার করে। এবং ভারতের এনফ্রোজমেন্ট ডিপার্টমেন্ট তার বাড়ি ও অফিসে কি জিনিস পেয়েছে তার সঠিক ব্যাক্ষা এখন পর্যন্ত পাওয়া যায় নি।

কিছুদিন আগে পশ্চিম বাংলা র উপনির্বাচনে সাগরদীঘি থেকে বাম ও ভারতের জাতীয় কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে তৃনমূল দলের অন্যতম প্রার্থী কে হারিয়ে জিতে আসেন। এবং ভারতের জাতীয় কংগ্রেসের বিধান সভায় একমাত্র বিধায়ক ছিলেন। কিন্তু কিছু দিন পর তিনি ভারতের জাতীয় কংগ্রেস ত্যাগ করে পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও এম পি অভিষেক ব্যানার্জী র হাত ধরে তৃনমূল দলে যোগদান করেন। সেখান থেকে তিনি তৃনমূল দলের সাথে যুক্ত হন। আজ তার বাড়িতে এবং অফিসে ইডি হানা দেয়। কারণ তিনি পশ্চিম বাংলা র বিড়ি শিল্পের সাথে যুক্ত। এবং তার বিড়ি ভারতের বিভিন্ন জায়গায় যায়। আয়ের সাথে তার সম্পত্তি হিসেব ও উৎস এবং কত টাকা কর ফাঁকি দিয়ে ব্যাবসা চালিয়ে যাচ্ছিল তা দেখার জন্য এই হানা বলে মনে করা হয়েছে।

IT Amadersomaj