কন্যা, তুমি আলোর স্বপ্ন,
জীবনের অমূল্য রত্ন।
তোমার হাসি, তোমার খেলা,
মানবতার প্রতীক মিশে আছে সকল বেলা।

জন্মই তোমায় অধিকার দিয়েছি প্রকৃতি,
স্বাধীনতা, সম্মান, প্রেমের অচল অধিকৃতি।
কোনো বন্ধনে বাঁধা যাও না তুমি কখনও,
উড়ানের স্বপ্ন পূরণ হোক তোমার প্রত্যাশা।

কন্যা, তুমি জীবনের উত্তরাধিকারী,
আজকের দিনে তোমায় জানাই শ্রদ্ধা অসীম।
তোমার প্রতি আমাদের দায়িত্ব অনেক,
তোমার উজ্জ্বল ভবিষ্যত নির্মাণ করতে সংকল্প বদ্ধ।

আজ এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি,
তোমার সহায়তা, শিক্ষা ও সম্মান নিশ্চিত করতে চির যত্ন নেব।
কন্যা, তুমি হো জাগরণের প্রতীক,
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তোমায় জানাই অশেষ শুভেচ্ছা।

কন্যাশিশু দিবস – কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য