কালিয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল)॥ সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১১ টায় কালিয়া পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় ৪ জন প্রশিক্ষন প্রাপ্ত অসহায় মহিলাদের মধ্যে ৪ টি সেলাই ম্যাশিন বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কেয়া দাসের সঞ্চালনায় ও ইউএনও কালিয়া রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক,পৌরসভার প্যানেল মেয়র মোঃ আসলাম ভূইয়া।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাসহ কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

IT Amadersomaj