কি ভাবে ফেইসবুক প্রোফাইল Blue Verified করবেন।

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।


আমরা সবাই জানি ফেইসবুক নতুন শুরু করছে Paid Meta Verification. এটা পূর্বে বাংলাদেশ available ছিল না এখন বাংলাদেশ থেকে ও ভেরিফাই করা যাচ্চে।

তাই আজ নিয়ে আসলাম দারুণ একটি পোষ্ট কি ভাবে ফেইসবুক প্রোফাইল ভেরিফাই করবেন।

প্রথমে আপনার প্রোফাইলে যাবেন তারপরে Meta verified এ ক্লিক করবেন।

তার পরে আপনাকে মাস্টার কার্ড বা ডলার সাপোর্ট করে এমন কার্ড এড করতে হবে। পরে নাম আইডি সাথে মিল রেখে কনফার্ম করতে হবে

তারপরে আপনার ফেইস বুজা যায়, এমন ভাবে প্রোফাইল পিকচার দিবেন কনফার্ম করবেন।


তার পরে আপনার nid/passport দিয়ে সাবমিট করে নিবেন, শেষ আপনার কাজ এখন একটু অপেক্ষা করলেই আপনার আইডি Verified হয়ে যাবে।

বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।



IT Amadersomaj