কোটচাঁদপুরে করোনা সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় করোনার টিকা প্রদান কার্যক্রম সম্পর্ক সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (এল জি সি আর আর পি) এলজিইডি বিশ্ব ব্যাংকের সহযোগিতায় মঙ্গলবার রাতে পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ স্টান্ড পৌর বাস টার্মিনালে এ সচেতন মূলোক সভার আয়োজন করা হয়।

সচেতন মূলোক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম। এ সময় পৌর মেয়র করোনা ভাইরাসের ভয়াবহতা, বাংলাদেশের পাশাপাশি কোটচাঁদপুরে করোনা ভাইরাসের সংক্রমণের চিত্র, করোনা ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় প্রভৃতি তুলে ধরে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উষা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবদুল হান্নান, কুশান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,শিক্ষক জাহিদুর ইসলাম, শিক্ষক মুহিদুল ইসলাম,শিক্ষক শফিউল আলম,নিউ মাইক্রো প্রাইভেট চালক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার আসাদ, লিটন, সামাউল হোসেন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার।সে সময় সাংবাদিক, শিক্ষক, পৌর এলাকার নারী পুরুষ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

IT Amadersomaj