কোন প্রকার KMS auto ছাড়া বা এই জাতীয় ম্যালওয়ার ছাড়া ‍শুধু Command Promt এর মাধ্যমে Windows Active করার পদ্ধতি । মাত্র 2 টি ব্যাবহার করে, OEM Key ।

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আসসালমুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্ট এর মত আগেও পোস্ট করা হয়েছে । এমনকি Microsoft এর অফিসিয়াল পেজ এ ও পোস্ট আছে । আগে যারা পোস্ট করেছে তাদেরটা অনেকে বলছে কাজ করছে না । তাই আমি Microsoft এর অফিসিয়াল নিয়ম অনুযায়ী সহজভাবে উপস্থাপনের চেষ্টা করলাম।

বিঃদ্রঃ প্রতি 6 মাস অন্তর কোড expire হয়ে যাবে। তাই 6 মাস পর পর এই কমান্ড দিয়ে এক্টিভ করতে হবে। আর অ্যাক্টিভেশন হবে OEM key activation। এটার ডিজিটাল licence ও হয় না।

Step1:
প্রথমেই আপনার প্রয়োজনীয় key টি কপি করে রাখুন । নিচে অফিসিয়াল Microsoft এর page এর লিংক দেয়া আছে ।

ALL Keys from MS official

 

 

Step2:

CMD administrator mode এ run করুন।

 

 

তারপর নিচের মত কাজ করুন —

 

First Deploy This Code:

slmgr /ipk {product key}

Example for win10/11 pro:
slmgr /ipk W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX

1.

 

2. Deploy করা শেষ হলে এরকম মেসেজ আসবে।

তারপর নিচের কাজ টি করবেন ।

 

****কোনো প্রকার Edit করবেন না। ***

 

Then Deploy:

 

****কোনো প্রকার Edit করবেন না। ****

 

slmgr /skms kms9.MSGuides.com

 

1.

 

2. কাজ শেষ হলে এরকম মেসেজ আসবে।

 

 

এখন আপনার অ্যাক্টিভেশন স্ট্যাটাস চেক করলে দেখবেন এক্টিভ হয়ে গেছে।

 

 

That’s all।

 

সবাইকে ধন্যবাদ । রিপোস্ট পোস্ট এর কারণে কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আমি অবশ্যই কপি পোস্ট করিনি । বিষয়টা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।



IT Amadersomaj