খাগড়াছড়িতে চোলাই মদসহ আটক-৩ – বাংলাদেশ সকাল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৯.৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চেঙ্গীস্কোয়ার মোড় সংলগ্ন লারমা স্কয়ারের সম্মুখে এ দেশীয় তৈরি চোলাইমদসহ ৩ জনকে আটক করেন। এ অভিযানে খাগড়াছড়ি সদর থানার এসআই (নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী নেতৃত্বে একটি সঙ্গীয় টিম।

পুলিশের সূত্রে জানা যায়, সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১১ ডিউটি করাকালে গোপণ সূত্রে জানতে পারেন যে, খাগড়াছড়ি থানাধীন ৪নং পৌর ওয়ার্ডস্থ চেঙ্গী স্কোয়ার মোড় সংলগ্ন লারমা স্কয়ারের সম্মুখে পাকা রাস্তার উপর পার্কিং করা হানিফ পরিবহনের ১টি গাড়িতে করে কতিপয় মাদক ব্যবসায়ীরা পরস্পরের যোগসাজশে দেশীয় তৈরি ৪০ (চল্লিশ লিটার) চোলাইমদ ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এমন সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করণে অফিসার ইনচার্জ মহোদয়ের নিদের্শে এসআই (নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে গিয়ে এ মামলার ঘটনার সাথে জড়িত ৩ আসামিকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে এবং উপস্থিত লোকজনের সামনে নিম্নে বর্ণিত আলামতসমূহ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নে রবীন্দ্র কার্বারি পাড়ার হিরণ ত্রিপুরার ছেলে নিমন্ত ত্রিপুরা অয়ন (২১), ভোলা জেলার চরফ্যাশন ইউনিয়নের শিবা (আমিনাবাদ) এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো. বনি ইয়ামিন (২০) ও কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মৃত আবদুল মালেকের ছেলে জহিরুল ইসলাম (৪৫) বর্তমান ঠিকানা শান্তিনগর। রিয়ান চাকমা (২৫) নামে একজন পলাতক পলাতক।

এ ঘটনায়, ৪টি কাগজের কার্টুনের ভিতর প্রতিটি কার্টুনে ২টি করে সর্বমোট ৮ বোতল দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ৫ লিটার করিয়া সর্বমোট ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যার আনুমানিক বাজার মূল্য ১২ হাজার টাকা।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার এসআই মিনহাজুল আবেদীন জানান, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।



Source link

IT Amadersomaj