গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের উদ্বোধন ও অবহিতকরণ সভা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর শুভ উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত উদ্বোধন ও অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

ওয়ার্ল্ড ভিশন এর ডিপুটি ডিরেক্টর জেনী মিলড্রেড ডি ক্রুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, গঙ্গাচড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, ওয়ার্ল্ড ভিশন এর রংপুর এরিয়া কোঅর্ডিনেশন সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, গঙ্গাচড়া এপি ম্যানেজার লিওবার্ট চিসিম।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সংস্থাটি ১৯৫০ সাল থেকে সমাজের অতিদরিদ্র শিশু এবং পরিবারকে সহায়তা করে তাদের জীবন মানন্নোয়ন এবং দরিদ্রতা দূরীকরণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে ২০২৩ অর্থ বছরে তাদের কার্যক্রম শুরু করে।

IT Amadersomaj