গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা॥ রংপুরের গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হলেই পাবে দুধ। সারাদেশে ৩’শ টি বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান এর মধ্যে রংপুরের গঙ্গাচড়া গজঘন্টা ইউনিয়নের ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি। এ বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থীর জন্য প্রতিদিন ১টি প্যাকেটজাত দুধ বরাদ্দ দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলবে বছরে ১৬০ কর্ম দিবস। গতকাল বুধবার (৩০ আগস্ট) দুপুরে ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া , রাবিয়া বেগম, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ। উপজেলা প্রাণীসম্পদ সমপ্রসারন কর্মকর্তা শাহনাজ নাজনীন সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোছাদ্দেকুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারী সার্জন ডাঃ ইউসুফ আলী সরকার, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগমসহ ছালাপাক সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বিদ্যালয়ে প্রতিদিন ২০০ মিলি লিটার করে প্রতি শিশুর জন্য প্যাকেটজাত দুধ বরাদ্দ থাকবে।

IT Amadersomaj