[ad_1]
মেহেরপুর অফিস॥ গণসংযোগের ৬ষ্ঠ দিনে তৃণমূল মানুষের সাথে সাক্ষাৎ করেন মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ, জননেতা প্রফেসর আবদুল মান্নান।
দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ, স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, স্বচ্ছ ও বিশ্বের বুকে মাথা উঁচু করা উন্নয়নের বাংলাদেশ গড়তে আগামী দিনেও নৌকার উপর আস্থা রাখার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ, জননেতা প্রফেসর আবদুল মান্নান।
প্রফেসর আবদুল মান্নানের তৃণমূলের মানুষদের সাথে আলোচনা আর সাক্ষাৎ গণসংযোগকে এক অনন্য মাত্রা দিছে।ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রাম, তুলে ধরছেন বর্তমান সরকারের সফলতা।
তিনি গ্রামের প্রবীণ ব্যাক্তি বর্গের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি গ্রামের স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে সাক্ষাৎ শেষে প্রয়াত ও অসুস্থ আওয়ামীলীগ নেতাদের পরিবারে উপস্থিত হয়ে পারিবারিক খোঁজ নিচ্ছেন। বিভিন্ন গ্রামে উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন এই নেতা। এই সময় রাজনগর , যুগিন্দা, পশ্চিম সিংহাটি, পূর্ব সিংহাটি, শিমুলতলা, পাটকেলপোত, বাড়াদি, বাড়াদি দাসপাড়া, চৌগাছা, কলাইডাঙ্গা, পুরাতন দরবেশপুর, নতুন দরবেশপুর গণসংযোগ করেন।
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ জননেতা প্রফেসর আব্দুল মান্নানের সাথে গনসংযোগকালে উপস্থিত ছিলেন খালেদুজ্জামান খান ডালিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা ছাত্রলীগসহ গনসংযোগে আরো অংশগ্রহণ করেন, মির্জা গালিব উজ্জ্বল, সদস্য সচিব – সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন কেন্দ্রীয় কমিটি , রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল – পরিবেশ আন্দোলন (বাপা), মোঃ ইয়ারুল ইসলাম- স্নিয়র সহ সভাপতি শহর আওয়ামীলীগ, সাজেদুর রহমান সাজু- সভাপতি থানা শ্রমিকলীগ মেহেরপুর , সাইদুর ইসলাম , মিরাজুল ইসলাম-সদস্য শহর আওয়ামীলীগ মেহেরপুর, শেরেফুল ইসলাম , শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, রাজু আহমেদ , ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা হিমেল আহামেদ, মঈন, বকুল প্রমুখ ।
[ad_2]