গুরুদাসপুরে উদ্বোধন হলো মুজিব একটি জাতির রূপকার

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


গুরুদাসপুরে উদ্বোধন হলো মুজিব একটি জাতির রূপকার

ইমাম হাছাইন পিন্টু নাটোর

মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেশবাসীকে শুক্রবার হলে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোতে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

তারই ধারাবাহিকতায় নাটোরের গুরুদাসপুর পৌর সদর চাঁচকৈড় আনন্দ সিনেপ্লেক্সে বঙ্গবন্ধু জীবনভিত্তিক চলচ্চিত্রের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর ৪। এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, মসিনদা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক প্রমূখ।

উল্লেখ্য এই চলচ্চিত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক। একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং স্বাধীনতা অর্জনের ওপর ভিত্তি করে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমাটি নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু একটি জাতির রূপকার, একটি দেশের রূপকার।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রে
বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়; আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।

সিনেমাটি শুক্রবার সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এছাড়াও, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

IT Amadersomaj