চন্দনাইশে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে চট্টগ্রাম জেলা পরিষদ, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন গাছবাড়িয়া দুর্লভপাড়া এলাকার মৃত হাজী আহমদ মিয়ার ছেলে আছহাব উদ্দিন নামের এক ভুক্তভোগী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,আছহাব উদ্দিনের ছেলে মো.গিয়াস উদ্দিন চট্টগ্রাম জেলা পরিষদ হতে ইজারা মূলে হাশিমপুর মৌজার বি.এস.খতিয়ান নং-৭,বি.এস.৪৪৭ দাগের আন্দর ১৫ফুট বাই ৮ফুট জমিতে দোকান নির্মাণ করে ২০০৮ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত দখল ভোগ করে আসছেন। উক্ত জমিতে আছহাব উদ্দিন টিনের একটি খাবারে হোটেল করে তার ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। তিনি ইজারা নেয়ার পর থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদে ইজারা বাবদ খাজনা পরিশোধ করে আসছে। তবে বেশ কয়েক বছর ধরে জেলা পরিষদের ইজারা দেয়া এই জমিটি পৌরসভার দুর্লভপাড়া এলাকার ৯নং ওয়ার্ডের মৃত বখতিয়ার মিয়ার মেয়ে তৈয়বা আকতার নামে এক মহিলা তার জমি বলে দাবী করে আছহাব উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে নানান ভাবে হয়রানী মূলক কর্মকান্ড, হুমকি-ধামকি দিয়ে আসছে। সর্বশেষ তৈয়বা আকতার ইজরাকৃত জমিটির ইজারা না পাওয়ায় আছহাব উদ্দিন ও তার পরিবারের উপর চড়াও হয়ে গত ১০/০৩/২০২১ সালে বিজ্ঞ আদালতে চাঁদাবাজি মামলা সাজিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান অবস্থায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ,৭ম আদালতে বিচার নিষ্পত্তির জন্য অপেক্ষমান রয়েছে। পরবর্তীতে ইজরাকৃত জমিটি পুনরায় তৈয়বা আকতারের দাবী করে তার চাচাত ভাই মরহুম আহমদ নবীর ছেলে মোহাম্মদ হারুনসহ গত ০৫/০৫/২০২৩ ইং তারিখে চন্দনাইশ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন এবং প্রতিনিয়তে প্রাণনাশের হুকমি প্রদান করছেন।

এমতাবস্থায় নিরুপায় হয়ে ভুক্তভোগী ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ করেন।



Source link

IT Amadersomaj