ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে ৭৩ বছরের বৃদ্ধা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সময় সংবাদ রিপোর্টঃ   নাম সাহারা খাতুন। বয়সের ভারে ন্যুব্জ। লাঠিতে ভর দিয়েও কষ্ট হয় হাঁটতে। তবুও এক হাতে লাঠি, অন্য হাত ছেলের কাঁধে রেখে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৩ বছরের এই বৃদ্ধা। গাজীপুর সিটি নির্বাচনে নিজের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে আজ বৃহস্পতিবার সোয়া ১১টার দিকে গাজীপুর সদরের আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

বৃদ্ধা সাহারা খাতুনের ছেলে জহুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মা গতকালই বলে রেখেছিলেন ভোট দিতে আসবেন। প্রার্থীরা বয়স্ক ভোটারদের যাতায়াতে গাড়ি দিয়েছেন। তবে আমি নিজেই আমার মাকে নিয়ে এসেছি।

ভোট দেওয়ার ক্ষেত্রে কোন চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব প্রার্থীরাই বাড়িতে গিয়েছিলেন। তবে কাউকে ভোট দিতে বাধ্য হইনি। সেটা হলে নিজে গাড়ি চালিয়ে বৃদ্ধ মাকে ভোটকেন্দ্রে নিয়ে আসতাম না।

এদিকে, অনেক ভোটকেন্দ্র ফাঁকা দেখা গেলেও আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ উভয় বুথেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। প্রার্থীদের কর্মীরা ভোটারদের হাতে লিফলেট দিয়ে ভোট চাইলেও কোন সহিংসতা চোখে পড়েনি।



IT Amadersomaj