জগন্নাথপুরের ইসহাকপুরে সরকারি ভূমি দখল, যাতায়াতে ভোগান্তি পথচারীদের 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


স্টাফ রিপোর্টার॥ জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর মৌজায় সরকারি ভূমি দখল করায় জনসাধারণের যাতায়াতে ভোগান্তি সৃষ্ঠি হচ্ছে। গত ৩০ এপ্রিল দখলকৃত ভূমি উদ্ধারে ইসহাকপুর এলাকার আব্দুল বারির পুত্র লন্ডন প্রবাসী মো: রেজাউল করিম উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে আবেদন করেছেন।

তিনি আবেদনে উল্লেখ করেন ইসহাকপুর মৌজার জেএল নং ৪৩, দাগ নং ১৯০৭ যাতায়াতের রাস্তা। এ রাস্তাটি বর্তমান জরিপে সরকারী সম্পত্তি হিসেবে ১নং খতিয়ানে অন্তর্ভূক্ত করা হলেও পূর্বে আমাদের বাড়ির রাস্তা হিসেবে পরিচিত ছিল। রাস্তাটি ইসহাকপুর গ্রামের মৃত আজিম উল্ল্যার পুত্র ইসলাম উদ্দিন মাটি ভরাট করে বড় একটি অংশ দখলে নিয়েছে। এছাড়াও আশ-পাশের লোকজন আস্তে আস্তে মাটি ভরাট করে রাস্তাটি নিজ নিজ দখলে নিয়ে যাচ্ছেন। এভাবে দখল অব্যাহত থাকলে অচিরেই রাস্তাটি অস্থিত্ব হারাবে এবং গ্রামের মানুষের যাতায়াতে ভোগান্তি সৃষ্ঠি হবে। উক্ত রাস্তাটি দখলকারদের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের সু-দৃষ্ঠি কামনা করছেন।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া জানান, তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

IT Amadersomaj