জগন্নাথপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


জগন্নাথপুর প্রতিনিধি॥ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় শতাধিক অভিভাবকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিবুল হাসান চৌধুরীর পরিচালনায় বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ সব্বির আহমদ চৌধুরী বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে অভিভাবকদের নজর রাখার আহবান জানান। মতবিনিময় সভায় অভিভাবকরা বলেন,  প্রতিদিন-প্রতি সপ্তাহের মূল্যায়নের জন্য প্রতিটি শিক্ষার্থীর  স্কুলে আসা জরুরী। অন্যথায় ওই শিক্ষার্থী পিছিয়ে পড়বে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়াও মানসম্মত শিক্ষা অর্জনের জন্য অভিভাবকদের ভূমিকা, শিক্ষকদের সঠিক পাঠদান করানোসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক  মোঃ নেজা মিয়া, সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারি দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান, রুহেল আহমদ সহ আরো অনেকে।

IT Amadersomaj