বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

জনসমুদ্রের ঢেউ চাই না – মোঃ ফারমান হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৮ টাইম ভিউ
এক বদনে একই বাক্—
    মাতৃ বক্ষে শীতল বায়ু বয়ে যাক!
এক বদনে একই বাক্
     জনসমুদ্রের ঢেউ থেমে যাক!
 
আমরা জনসমুদ্রের ঢেউ চাই না। 
সেখানে কোনো জলতরঙ্গের ধ্বনি নেই!
মুগ্ধ হই না, মিশ্রিত ক্রোধ আর হা-হাকারের মিছিলে!
আমরা অশ্রু দৃশ্যের দর্শক হতে চাই না ।
 
তোমাদের নেতৃত্বের ঢেউয়ে—
                           আমরা ভেসে যায়!
অগ্নি-বিস্ফোরণ, বুলেট ছুড়া-ছুড়ি—
           আমাদের তাক করে অনবরত চলে!
এসব উঠে গণমাধ্যমে, 
             তোমরা তা দেখেও দেখনি!
রাজতন্ত্র, রাজ-উদ্যান গুছিয়ে, 
                পদ বাড়াও সিংহাসনে!
 
মিছিলের মার্গে উৎপন্ন পদের ধূলো,
          উড়ে এসে দখল করে আমাদের অঙ্গ!
কখনো উড়ে যেতে দেখিনি, 
           জনসমুদ্রের মহামঞ্চে, পায়নি তোমাদের সঙ্গ!
 
আমরা কখন রেহায় পাবো, বলো?
ষড়ঋতুর প্রতি দিবসে—
    মার্গের বক্ষ ভারী ক্রোধে, আক্ষেপে!
কাগজে কালির ক্ষরণ—
       প্রতীকী চিহ্নে আকাঙ্ক্ষা একে একে!
জনসমুদ্রে ক্রোধের মিশ্র ধ্বনিতে
মিছিলে মিছিলে মার্গ বয়ে, নগর ছুঁয়ে—
মাতৃকায় উৎপন্ন হয় শব্দ দূষণ!
 
হে উচ্চপদস্থ ব্যাক্তি বর্গ—
এ প্রাপ্তির ভার আমরা বইতে পাচ্ছি না!
আমরা চাই—
          শৈশবের শ্রেয়ময় মাতৃকা!
আমরা চাই—
         কর্মস্থল হতে ঘর মুখী সুষ্ঠ নগরের মার্গ!
 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |