ঝিকরগাছার ডেওর বিলে অবৈধ অপরিকল্পিত বাঁধ, দশ গ্রামের মানুষ সর্বশান্ত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ নাসিম রেজা॥ যশোরে ঝিকরগাছা উপজেলার ডহর মাগুরার ডেওর বিলে অবৈধ অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মাণ করায় দশ গ্রামের মানুষ সর্ব শান্ত হয়ে পথে বসেছে।

এই বাধের বিরুদ্ধে স্থানিয় মাগুরা,ডহর মাগুরা, মহম্মাদ পুর, আশিংড়ী, সন্তোষ নগর,বহিরামপুর, সহ আশপাশের দশ গ্রামের সাধারন মানুষ পানিবন্দির কারনে ফসল আবাদি না করতে পরে চরম দূরাবস্থার মধ্য দিনপাত করছে।

এলাকা বাসির দাবী, ১৯৪৭ সালে দেশ বিভক্তোর সময় ঐ এলাকার হিন্দু সাম্প্রদায়ের শত শত, মানুষ তাদের শত শত, বিঘা আবাদি জমি ফেলে ভারতে পাড়ি জমাই।

সেই থেকে এলাকার সাধারন মানুষ ফেলে যাওয়া বিলের জমিতে গরু, ছাগল, মহিস, চরানো সহ মাছ মেরে জীবন জীবিকা চালাতো।

গত ১০ বছর পৃর্বে হঠাৎ করে কতিপয় অসাধু ব্যক্তিরা রাতের আধারে হিন্দু সম্প্রদায়ের ফেলে যাওয়া প্রায় ৫ শ বিঘা জমিতে ১ শ টি ভেড়ী বাদ তৈরি করে মাছের চাষ শুরু করে।

যার, ফলে আশপাশের ১০ গ্রামের কয়েক লাখ মানুঘ তােদের নিজস্ব জমিতে কোন ফসল ফলাতে পারছেনা।

বর্ষার মৌসুমে ঐ এলার জলাবদ্ধতা হয়ে থাকে বছরের পর বছর। বদ্ধ পানি নিষ্কাশন ও অবৈধ এই ভেড়ীবাদগুলো অবমুক্ত করার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট দপ্তর গুলোতো বছরে পর বছর ধরনা দিয়েও কোন প্রতিকার পায় নাই।

IT Amadersomaj