ডিমলায় ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব গত একসপ্তাহে আক্রান্ত ১৩

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ডিমলা, নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডেঙ্গু রোগের প্রাদু্র্ভাব দেখা দিয়েছে বলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীর পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে।

গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় আবহাওয়া শ্যেতশেতে হলে ডেঙ্গু মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। গ্রামের প্রত্যন্ত এলাকার লোকজনের স্বাস্থ্য সচেতনতা না থাকায় মশার কামড়কে তেমন প্রাধান্য না দেওয়ার কারণে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গত কয়েকদিন হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগী ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে। বর্তমানে ডিমলা সদর ইউনিয়নের ডিমলা হাইস্কুল পাড়ার ধনেশ্বর রায়ের পুত্র বিষ্ণু কুমার রায় সে গত রবিবার থেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা জহুরুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামানের সহিত মুঠোফোনে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন।

IT Amadersomaj