সময় সংবাদ রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। হলের সিট দখলকে কেন্দ্র করে শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত দুই গ্রুপের উত্তেজনা চলে বলে জানা গেছে।
সংঘর্ষে সূর্যসেন হলের চারজন ও শহীদুল্লাহ হলের একজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।
জানা যায়, সূর্যসেন হলে সৈকতের অনুসারীদের নামে বরাদ্দ রুম দখল করতে যায় শয়নের অনুসারীরা। আর শহীদুল্লাহ হলে শয়নের অনুসারীর নামে বরাদ্দ রুম দখল করতে যায় সৈকতের অনুসারীরা। এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এ বিষয়ে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, সংঘর্ষ নয়, একটু উত্তেজনা ছিল। সিট নিয়ে ঝামেলা ছিল। এটা রাতেই মীমাংসা হয়েছে।