তালতলীতে হরতালে নাশকতার অভিযোগে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি : হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বরগুনার তালতলী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন সহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

রবিবার (৩০শে অক্টোবর) রাত ১১টার দিকে তালতলী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কেন্দ্র ঘোষিত বিএনপি’র হরতাল বাস্তবায়নের জন্য নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন তালতলী উপজেলা বিএনপির নেতা কর্মীদের নিয়ে। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান বলেন, নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েই হুমায়ুন সহ মোট পাঁচজনকে কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে নেতাকর্মী’রা তালতলী থানা পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে মামলা হয়েছে।

আজ সোমবার বিকালে গ্রেফতারকৃত নেতা কর্মীদের জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

IT Amadersomaj