সুনামগঞ্জ প্রতিনিধি : ২৬/১১/২০২৩ ইং রোজ রবিবার ৭:৩০ সন্ধ্যায় সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নে মারামারি এঘটনাটি ঘটে এসময় প্রতিপক্ষের আঘাতে সরুফা খাতুন (৫০) নামে এক বৃদ্ধ মহিলা হাড় ভাঙ্গা গুরুতর আহত সহ প্রতিপক্ষের আঘাতে আরো অনেকেই আহত হন।
এ ঘটনার ৭/১২/২০২৩ ইং আহত মহিলার ছেলে লিটন মিয়া ২৫ নামে বাদী হয়ে লিখিত অভিযোগ করেন থানায়।
অভিযোগে ১৩ জন আসামি উল্লেখ করা হয় এর মধ্যে ১০ জন আদালতে হাজিরা দিয়ে যাবিনে আছেন বলে জানা যায়।
বাকি ৩ জন পলাতক এবং ১৪ জানুয়ার ২০২৪ ইং রোজ শনিবার সন্ধ্যায় ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল মিয়া কে গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।
একজন গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে ২জন রজনী লাইন গ্রামের ইসলাম উদ্দীন”এর ছেলে আলমগীর (৩৫), একই গ্রামের আব্দুস সাত্তার ছেলে সাদেক মিয়া (২৫) নামে পলাতক।
বাদি লিটন মিয়া বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধীর দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানাচ্ছি।
আরো বলেন ইউপি সদস্য জামাল মিয়া ভারত থেকে চোরাই পথে কয়লা, চিনি, নাসির বিড়িসহ বিভিন্ন কসমেটিক সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তার নেতৃত্বে ভারত বাংলাদেশ থেকে আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আজ সন্ধ্যায় এক জনকে গ্রেপ্তার করেছি, আগামীকাল রবিবারে আসামি ইউপি সদস্য জামাল মিয়া কে জেলখানায় প্রেরণ করা হবে।