[ad_1]
সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৩-এ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়েছেন গ্রামীণ যুব নারী উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি জাকিয়া সুলতানা মনি।
বুধবার (১নভেম্বর) সকালে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সফল যুব সংগঠক হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, তাহিরপুর সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিকিলেশ তালুকদার, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, গ্রামীণ যুব নারী উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা সভাপতি জাকিয়া সুলতানা মনি, যুব সংগঠক রজব আলী, মৌসুমি আক্তার প্রমুখ।
এ সময় উপজেলার সফল আত্মকর্মী হিসাবে রজব আলীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান দেয়া হয় এবং উপজেলার প্রশিক্ষিত যুবক ও যুবতীদের যুব ঋনের চেক বিতরণ করা হয়।
[ad_2]