[ad_1]
আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় এক কিশোর ১৫দিন নিখোঁজ রয়েছে। এ বিষয়ে নিখোঁজ ছেলেটির পিতা দেবহাটা উপজেলার চিনে ডাঙ্গা গ্রামের হামিদ সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (৩৬ দেবহাটা থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যার নং- ৫২৭, তাং- ১৬-১০-২০২৩ ইং।
দেবহাটা থানায় দায়েরকৃত সাধারন ডাইরি সূত্রে জানা গেছে, জিয়ারুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৫) গত ইং ১ অক্টোবর, ২৩ ইং তারিখ দুপুর দেড়টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার ছেলে সুমনকে বকাঝকা করলে সুমন অভিমান করে বাড়ির কাউকে কিছু না বলে কোথাও চলে যায়। পরবর্তীতে সুমন বাড়িতে না ফিরে আসলে তিনি ও তার পারিবারিক লোকজন সুমনকে তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর করার পরেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। যার কারনে তিনি দেবহাটা থানায় এই সাধারন ডাইরীটি দায়ের করেন। সুমনকে খুজে না পেয়ে তিনি, তার স্ত্রীসহ বাড়ির লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। কোন সহ্নদয়বান ব্যক্তি যদি তার ছেলের কোন সন্ধান পান তাহলে সাতক্ষীরার দেবহাটা থানায় অথবা তার ০১৬০৪৫২৭১৩১ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
[ad_2]