দেবহাটার পল্লীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পল্লীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন উপজেলার ঘলঘলিয়া গ্রামের সন্তোষ দাসের ছেলে অজিত দাস।

অভিযোগ মতে জানা গেছে, অজিত দাস উপজেলার ঘলঘলিয়া মৌজার সাবেক দাগ- ১২৪৪, এসএ খতিয়ান- ৩৩৮৪, ডিপি খতিয়ান- ৪৬৫, আরএস খতিয়ান- ৪৬৮ এর ৩১২৮ নং দাগে ৩ শতক জমি ২০২১ সালে ১৫৯৮/২০২১ নং দলিলমূলে ক্রয় করে ভোগদখলে থাকাকালীন বিবাদী ঘলঘলিয়া গ্রামের আফসার আলীর ছেলে হাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান মিন্টু গত ইং ১০/১১/২৩ তারিখে জোরপূর্বক দখল করতে যায়। তখন তিনি ও তার পরিবারের সদস্যরা তাদেরকে বাধা প্রদান করি। সেজন্য তিনি এবিষয়ে সাতক্ষীরা আদালতে পি-২৩৩০/২৩ দেব নং একটি মামলা দায়ের করেন। কিন্তু বিবাদী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত জমিতে পাকা প্রাচীর নির্মান করতে থাকে। পরে তিনি সাতক্ষীরা আদালতে পেনাল কোড ১৮৮ ধারায় আবেদন করেন। এমনকি এবিষয়ে দেবহাটা থানা থেকে নোটিশ প্রদান করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিলে মিন্টু লিখিত মুচলেকা দেয়ার পরেও মিন্টু সেটা না মেনে জমিতে জবরদখল অব্যাহত রেখেছে। যার কারনে অসহায় অজিত দাস এবিষয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে যাতে তিনি তার জমিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারেন সেজন্য আবেদন করেছেন।

IT Amadersomaj