নড়াগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নড়াইলের নড়াগাতিতে নড়াগাতি থানার অন্তর্গত ৬ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শোক র‌্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগষ্ট ( বুধবার) বিকালে নড়াগাতি কাচারী মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু মিয়ার সভাপতিত্বে ও নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাতে এ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জননেতা কাজী সরোয়ার হোসেন।

এ সময় অন্যান্য বক্তব্য রাখেন কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়গাতি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত এ চৌধুরী, থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ, খাসিয়ায়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ খান, প্রমুখ।

আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং খাবার বিতরন করা হয়।

আলোচনা সভার আগে একটি শোক র‌্যালি বের হয়ে নড়াগাতি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

IT Amadersomaj