নাটোর জেলার শ্রেষ্ঠ জয়িতা রত্নগর্ভা বেগম লুৎফুন্নেসা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


গুরুদাসপুর, নাটোর প্রতিনিধি: বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে মহিলা ও শিশু বিযয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “জয়িতাদের সম্মাননা প্রদান” অনুষ্ঠানে নাটোর জেলার শ্রেষ্ঠ রত্নগর্ভা হিসেবে ভূষিত হন বেগম লুৎফুন্নেসা, যিনি গুরুদাসপুর উপজেলার মসিন্দা গ্রামের প্রয়াত আজিজুল হক মাস্টার এর সহধর্মিনী। তিনি বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ এর অধ্যক্ষ একরামুল হক স্যারের এবং অধ্যাপক লুৎফুল হক স্যারের গর্বিত মাতা।

এই শ্রদ্ধাভাজন রত্নগর্ভা মায়ের পক্ষে জেলা পর্যায়ে সম্মাননা গ্রহণ করেন সুযোগ্য সন্তান অধ্যাপক লুৎফুল হক স্যার এবং উপজেলা পর্যায়ে সম্মাননা গ্রহণ করেন সুযোগ্য সন্তান শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক স্যার।

এই রত্নগর্ভা মায়ের ১০ পুত্র সন্তান এবং ৪ কন্যা সন্তান এর সকলেই সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত।

IT Amadersomaj