নিউইয়র্কে পবিত্র কুরআন অবমাননা – বাংলাদেশ সকাল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার নিউইয়র্ক শহরে পবিত্র কুরআন অবমাননা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গতকাল (শুক্রবার) অজ্ঞাত এক লোক নিউইয়র্কের তুর্কি কনস্যুলেট ভবনের মূল প্রবেশদ্বারের সামনে কুরআন অবমাননা করে। লোকটি পবিত্র কুরআনের একটি ইংরেজি কপি মাটিতে ছুঁড়ে ফেলে তা পদদলিত করে।

তুর্কি কনস্যুলেটের নিরাপত্তা কর্মকর্তারা ওই ঘটনা দেখে দ্রুত ভবন থেকে বেরিয়ে এসে কুরআন অবমাননাকারী ব্যক্তিকে তুর্কি হাউস ভবনের সামনে থেকে তাড়িয়ে দেয়।

তুর্কি কনস্যুলেটের কর্মকর্তারা কুরআন অবমাননা সম্পর্কে নিউইয়র্ক পুলিশ এবং কূটনৈতিক নিরাপত্তা ইউনিটকে জানিয়েছে।

পশ্চিমা দেশগুলোতে পবিত্র কুরআনের অবমাননা ধারাবাহিকভাবে চলছেই। এই দেশগুলো বাকস্বাধীনতা রক্ষার অজুহাত দেখিয়ে কুরআন অবমাননাকারীদের ওই ন্যক্কারজনক কাজের অনুমতি দিয়ে যাচ্ছে।

IT Amadersomaj