[ad_1]
স্টাফ রিপোর্টার, ঈদগাঁও॥ অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করার অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করল মোবাইল কোর্ট।
১০মে দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর বিসিক শিল্প এলাকার লবণ ফ্যাক্টরিগুলোতে এই অভিযান পরিচালনা করলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
ইউএনওর মতে, অভিযানে ওজন পরিমাণ ও মানদন্ড আইন ২০১৮ এবং অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে সালমা সল্ট ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, মিল্লাত সল্ট ক্রাশিং মিলকে ৪০ হাজার টাকা এবং রিয়াদ সল্ট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্টকে প্রসিকিউশন দিয়ে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই কক্সবাজার কার্যালয়ে উপ-পরিচালক মিঞা মো. আশরাফুল আলম এবং কক্সবাজার সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল।
[ad_2]