বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

নোয়াখালিতে বিগবেন ফ্যাশন নিয়ে অভিনব কায়দায় প্রতারণা !

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১ টাইম ভিউ

পোষাক শিল্পে “বিগবেন” এক পরিচিত এবং আস্থার নাম। সুদীর্ঘ সময় ধরে বিশ্বাস ও আস্থার সাথে কাজ করে যাচ্ছে এ সুনামধন্য পোশাক ব্রান্ড। সাম্প্রতিক সময়ে নোয়াখালিতে [ক] ব্যাক্তির নামে অভিযোগ আসে উক্ত ব্যক্তি বিগবেনের লোগো, ডিজাইন নকল করে বাজারে পন্য সরবরাহ করে আসছে কিছুদিন যাবত। উক্ত প্রতারকের নিজেরও “এফ এন এফ ফ্যাশন” নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। ঘটনা জানার পর এর সত্যতা যাচাইয়ের জন্য বিগবেন ফ্যাশানের কর্ণধার জনাব সেবক জাইদি উক্ত স্থানে পুলিশি সহায়তা নিয়ে উপস্থিত হন। সেখানে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় উক্ত প্রতারক নিজেও আগে দীর্ঘ সময় ধরে বিগবেন ফ্যাশন থেকে পণ্য নিয়ে ব্যবসা করেছে। এরপর সে নিজেই এই ব্রান্ডের ডিজাইন, লোগো নকল করে বাজারে পণ্য যোগান দিয়ে আসছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় বিগবেনের ইমেজ ,মার্কেট ভ্যালু ও আস্থা নষ্ট করার জন্যই সুপরিকল্পিতভাবে সে নিম্ন মানের পণ্য বাজারে ছড়াচ্ছিল। ঘটনার সত্যতা প্রকাশ পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে প্রতারক [ক] কে বিশ হাজার টাকা জরিমানা ও ছয়মাসের জেল প্রদান করা হয়।

অতঃপর সেখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে জেল মওকুফ করা হয়েছে। এ ব্যাপারে নোয়াখালি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের প্রতারণা শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তিতে এটি আবার পূনরায় সংঘটিত হলে আরো বড় ধরনের শাস্তি নিশ্চিত করা হবে। বিগবেন ফ্যাশনের কর্ণধার জনাব সেবক জাইদি জানান, এ ধরনের কর্মকান্ড ব্রান্ডের ভাবমূর্তি নষ্ট করে এবং এর ফলে সাধারণ মানুষ না বুঝে প্রতারিত হয়ে আসল পণ্যের প্রতি আস্থা হারিয়ে ফেলে। তাই প্রতিটি জায়গা থেকেই এ ধরনের কর্মকান্ড বন্ধ করা এখন সময়ের দাবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |