পবিত্র মহরমে এলাকায় শান্তি বজায় রাখতে উস্হি থানার আলোচনা সভা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


কলকাতা থেকে মনোয়ার ইমাম॥  প্রতি বছরের ন্যায় এবছর পবিত্র মহরম উপলক্ষে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্হি থানার পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভায় মূলতঃ আগামী মহরম উপলক্ষে যাতে এলাকায় তাজিয়া ও জৌলুস করা এবং লাঠি খেলা ও তরোয়াল খেলা নিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে তার খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে রাস্তা ঘাট আটকে কোথাও যেন সাধারণ মানুষের হয়রানি না হয় তা দেখতে হবে এবং পবিত্র মহরম কমিটির সভাপতি ও সদস্য যাতে স্হানীয় পুলিশ প্রশাসনিক অধিকারীদের সাথে সহায়তা প্রদান করে তার জন্য অনুরোধ করা হয়েছে।

আজকের এই শান্তি আলোচনা সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও উস্হি ব্লক উন্নয়ন বোর্ড এর সহসভাপতি শ্রী মানবেন্দ্র মন্ডল ও শিক্ষাবিদ ও উস্তি মালন্চ মিশনের সভাপতি আবদুর রউফ বৈদ্য এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের মগরাহাট ও উস্তি থানার সার্কেল অফিসার শ্রী সুবির বাগ এবং উস্তি থানার অফিসার ইনচার্জ শ্রী বৈদ্যনাথ বাবু ও অন্যান্য বিশিষ্ট রাজনীতিবিদ।

IT Amadersomaj