পাইকগাছার শিবসা নদীতে কুমির-আতঙ্ক, বিপাকে আরোহী ও জেলারা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা)॥ খুলনার পাইকগাছার শিবসা নদীর সর্বত্র কুমির-আতঙ্ক বিরাজ করছে। এতে বিপাকে পড়েছে মৎস্য আরোহী ও জেলেরা। কুমিরের ভয়ে নদীতে নামা বন্ধ করে দিয়েছে মৎস্য জীবীরা। প্রায়ই নদীর কিনারে ডাঙায় উঠে আসছে কুমির। মাছ ধরতে যেয়ে কুমিরের তাড়া খেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে কয়েকজন।

সূত্র মতে খুলনার পাইকগাছা উপজেলার শিবসা নদীসহ বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমির বিচরন করছেন বলে অনেকে দেখছেন। কুমিরের আক্রমণে আহতর ঘটনাও ঘটেছে। এতে উপজেলার সর্বত্র জুড়ে কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভয়ে এলাকার লোকজন নদীতে নামছে না। মাছ ধরতে পারছেন না জেলেরা। এতে জেলে পরিবারগুলো বিপাকে পড়েছে।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে , বছরের এই সময়টায় উপজেলার শিবসা, হাপর খালী,ভদ্রাসহ বিভিন্ন নদ-নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায়। সম্প্রতি উপজেলার সীমান্তবর্তী দাকোপ উপজেলার ঝালবুনিয়া গ্রামের এক বাসিন্দা নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের লেজের বাড়ি খেয়ে অজ্ঞান হয়েছিল প্রায় ২/৩ ঘন্টা।

পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। ইতিমধ্যে উপজেলার দেলুটি ও দারুনমল্লিক এর মধ্যবর্তী হাবরখালী নদীতে কুমিরের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে অনেকেই ফেসবুকের মাধ্যমে সবাইকে সতর্ক করছে।

১৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর তীরবর্তী বয়ারঝাপা গ্রামের মাজেদ আলী খাঁ নদীতে মাছ ধরতে যায় এ সময় হটাৎ একটি কুমির তার সামনে ভেসে ওঠে। কুমির দেখে মাজেদ ভয় পেয়ে বাড়িতে চলে আসে।সোলাদানার রবিউল সানা বলেন,নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালান তাঁরা। কিন্তু প্রায়ই শিবসা নদীতে কুমির ভাসছে।

নদীতে কুমির এসেছে এ কথা শুনে আমার বাড়ি থেকে নদীতে মাছ ধরতে যেতে দিচ্ছে না। জানি কখনো কি দূর্ঘটনা ঘটে যায়।

সম্প্রতি পাইকগাছা উপজেলার পার্শ্ববর্তী দাকোপ উপজেলার কালাবগী গ্রামের খায়রুল ইসলাম মোড়ল নদীতে মাছ ধরার সময় কুমির তাঁকে টেনে নিয়ে যায়। দুদিন পর তাঁর লাশ ভেসে ওঠে। খায়রুলের মৃত্যুর পর কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ নদীতে নামছে না।

IT Amadersomaj