[ad_1]
নিজস্ব প্রতিবেদক॥ নিজেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তা পরিচয়ে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে উধাও চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানাধীন সার্জিস্কোপ হাসপাতাল এলাকার বাসিন্দা প্রতারক মোঃ হারুন (৪০)। এবিষয়ে গত (২০ আগস্ট) রবিবার ভুক্তভোগী আমান উল্লাহ পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং- ১৮১১।
জিডিতে উল্লেখ করা হয়, প্রতারক হারুনের সাথে আমার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তিনি নিজেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তা বলে পরিচয় দেন। দুই মাস পূর্বে এক সপ্তাহের মধ্যে তিনি আমাকে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু সাত দিনের জায়গায় দুই মাস অতিবাহিত হলে আমি তার মুঠো ফোনে ফোন দেই। এ সময় তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দেয় এবং পাসপোর্ট দিবে না মর্মে সরাসরি জানিয়ে দেয়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাকে দালাল বলে আখ্যায়িত করেন। তাদের বক্তব্য, হারুন নামের কোন ব্যক্তি পাসপোর্ট অফিসের কর্মকর্তা নয়।
এ বিষয়ে মোঃ হারুনের মতামত জানতে তার মুঠো ফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি। অতঃপর তার হোয়াটসঅ্যাপে ঘটনাবলী জানতে চেয়ে বার্তা পাঠানোর পরও তিনি মেসেজ সিন করে কোন জবাব দেননি।
[ad_2]