প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গণসংযোগ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মেহেরপুর অফিস॥ বিশ্ব মোড়লদের অনৈতিক চাওয়াকে উপেক্ষা করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে সমীহ যোগানো একটি দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশকে নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের করে, বিশ্ব দরবারে চোখেচোখ রেখে নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতিসংঘ ও সমালোচকদের আত্মস্বীকৃত উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, ভুমিহীনদের বাসস্থান নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা, শতভাগ বৈদ্যুতিক সুবিধা, সামাজিক ভাতা, মডেল মসজিদ সহ অসংখ্য তৃণমূল পর্যায়ের উন্নয়ন, আন্তর্জাতিক আপদকালীন ( করোনা পরিস্থিতি) সময়ে সাহসী পদক্ষেপ গ্রহণের মধ্যে দেশবাসীকে স্বস্তিতে রাখা, বিশ্ব যুদ্ধ দামাডোলে সঠিক পররাষ্ট্র নীতি গ্রহণ, রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দান, বড় বড় মেগাপ্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশের রুপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখানো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনগণের মাঝে তুলে ধরে আগামী দিনেও নৌকায় ভোট চেয়ে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ জননেতা প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে রবিবার ২০ শে আগস্ট গনসংযোগ হয়।

গনসংযোগ পরিচালনা করেন খালেদুজ্জামান খান ডালিম সাবেক ছাত্রনেতা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিভিন্ন স্থানে জনগণের সাথে সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন তুলে ধরে সকলস্তরে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সাথে বিভিন্ন স্থানে স্থানীয় ব্যাক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ আওয়ামীলীগ নেতা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, ওয়ার্ড আওয়ামীলীগ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।গণসংযোগ কালে রায়পুর, কোলা, দফপুর, চাদবীল, আমঝুপি ও হিজুলি অবস্থান করেন ।

গণসংযোগের সময় সংযুক্ত ছিলেন মির্জা গালিব উজ্জ্বল, সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন, মোঃ সাজেদুর রহমান সাজু – সভাপতি – মেহেরপুর সদর থানা শ্রমিকলীগ, আবু তালহা বীন হাবিব জুয়েল – যুগ্মসাধারণ সম্পাদক (সাবেক), মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, শেখ কয়সার হামিদ বুলবুল, ইকবাল হোসেন , বাবু প্রমুখ।

IT Amadersomaj